Padma Jamuna News Agency

ময়মনসিংহে ইপিএস ইউবিটি পরীক্ষায় মোস্তাফিজের কৃতিত্ব

ময়মনসিংহে ইপিএস ইউবিটি পরীক্ষায় মোস্তাফিজের কৃতিত্ব

মোঃ শাহিন আলম,(ময়মনসিংহ প্রতিনিধি)

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলাধীন ‘আর কে এস  কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের’ শিক্ষার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ইপিএসের আওতায় ইউ বিটি পরীক্ষায় ২০০ নাম্বারের মধ্যে ১৯০ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। সরকারিভাবে দক্ষিণ কোরিয়া গমনের লক্ষ্যে  ইপিএসের মাধ্যমে কোরিয়ান ভাষা শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় মোঃ মোস্তাফিজুর রহমান অংশগ্রহণ করে ও সফলতার সাথে উত্তীর্ণ হয়। এই সফলতার পেছনে মুস্তাফিজুর রহমান বলেন মহান আল্লাহর অশেষ রহমত ও আর কে এস কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারের সকল শিক্ষকের গাইডলাইন তাকে সফলতার শীর্ষে নিয়ে গেছে। আর কে এস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক মন্জুরুল হক বাবু বলেন, মুস্তাফিজের অক্লান্ত পরিশ্রমের কারণে সে আজকে সফলতার শীর্ষে।মোস্তাফিজুর রহমানের শ্রেণি শিক্ষক মোহাম্মদ রাকিবুল হাসান এবং মোহাম্মদ কবির হোসেন বলেন মোস্তাফিজ খুব মেধাবী ছাত্র, তার ভবিষ্যৎ সুন্দর হোক, আর কে এস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে  শুভেচ্ছা ও অভিনন্দন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *