Padma Jamuna News Agency

ময়মনসিংহের মুক্তাগাছায় বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের ইউএনওর সংবর্ধনা

ময়মনসিংহের মুক্তাগাছায় বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের ইউএনওর সংবর্ধনা

এম এ খালেক খান :

ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় ৪১-তম বিসিএসের চুড়ান্ত নির্বাচনে বিভিন্ন ক্যাডারে ৯ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ২৩ আগস্ট  মুক্তাগাছার কৃতী সন্তানদের ফুলেল শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলার ৪১-তম বিসিএসে সুপারিশপ্রাপ্তরা হলেন-উপজেলার-লক্ষীখোলার শরিফুল আলমের মেয়ে সোহানা আক্তার, বানিয়াকাজীর মোঃ হেলাল উদ্দিনের মেয়ে হোসনে আরা খাতুন ও সৈয়দ গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে মোছাঃ কাওসারী আক্তার প্রশাসন ক্যাডার, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে পদার্থ বিজ্ঞান সুবর্ণখিলার মোঃ রজব আলীর ছেলে মোঃ বিলাল উদ্দিন মৎস্য ক্যাডার, পুরাতন বাসস্ট্যান্ডের মকবুল হোসেন খানের মেয়ে শাহারিয়া হাসান খান পুলিশ ক্যাডার, মণ্ডসেনের সঞ্জীব চন্দ্র পালের ছেলে সত্যজিৎ পাল প্রাণিসম্পদ ক্যাডার, রঘুনাথপুরের মাহফুজুল ইসলামের ছেলে মোঃ তৌহিদুল ইসলাম ও মনিরামবাড়ির হারুনুর রশিদের ছেলে সামিউল রশিদ কৃষি ক্যাডার, মধ্যহিস্যার আব্দুল সাত্তারের মেয়ে সাদিয়া শারমিন তথ্য ক্যাডার প্রমুখ।
ইউএনওর সংবর্ধনা পেয়ে খুশি হয়েছেন ৪১ তম বিসিএসে সুপারিশপ্রাপ্তরা ক্যাডারগন। তারা দেশ ও জাতির কল্যাণে সব সময় কাজ করার কথা জানিয়েছেন। সকলের কাছে দোয়া চেয়ে বলেন আমরা যেন আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।
সংবর্ধনা প্রদান প্রসঙ্গে ইউএনও  লুৎফর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে তাদের উদ্বুদ্ধ করতে ও নতুন প্রজন্মকে উৎসাহিত করতেই এ সংবর্ধনা প্রদান। এ সময় প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, জনপ্রতিনিধি, নানা শ্রেণির মানুষ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *