আনসার ও ভিডিপি’র সিলেট জেলা ও রেঞ্জ কর্তৃক জাতীয় শোক দিবস উৎযাপন
এম এ খালেক পিভিএম :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮-তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলা ও রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীগন।
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ১৫ আগস্ট সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালক নুরুল হাসান ফরিদী ও সিলেট জেলা কমান্ডেন্ট আলী রেজা রাব্বীর নেতৃত্বে শোক দিবসে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সিলেট নগরীর আখালিয়াস্থ জেলা কার্যালয়ে জাতীয় শোক দিবসে আলোচনা সভা, বিশেষ প্রামাণ্যচিত্র পদর্শনী, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা কমান্ডেন্ট আলী রেজা রাব্বীর সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক আলোচনা করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের,রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালক নুরুল হাসান ফরিদী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী জেলা কমান্ডেন্ট তানিয়া আক্তার, সার্কেল অ্যাডজুটান্ট জসিম উদ্দিন,সদর উপজেলা কর্মকর্তা মোঃ রাশেল গাজী পিভিএম ও জকিগঞ্জ উপজেলা কর্মকর্তা দিব্যেন্দু ভট্টাচার্য্য মিটুন প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হাসান ফরিদী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারবর্গের শাহাদাত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বক্তারা বলেন বঙ্গবন্ধু জন্ম গ্রহণ না করলে বাংলাদেশের জন্মই হতো না। বক্তারা ১৫ আগস্টের এ হত্যা কান্ডের তীব্র নিন্দা জানান। তারা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভাবনীয় অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সবশেষে শহীদদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এছাড়াও আলোচনা সভায় বিশেষ প্রামাণ্যচিত্র পদর্শন করা হয়। এ সময় জেলা,রেঞ্জ, ব্যাটালিয়ান আনসার ও সাধারণ আনসার,ইউনিয়ন দলনেতা, দলনেত্রী,ভিডিপি সদস্য,অন্যান্য কর্মচারী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও উপস্থাপনা করেন সাকেল এ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হক পিভিএম। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।