Padma Jamuna News Agency

কুড়িগ্রামে ভিডিপি’র ৩য় ধাপের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত

কুড়িগ্রামে ভিডিপি’র ৩য় ধাপের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত

এম এ খালেক পিভিএম,পাবনা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুড়িগ্রাম জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১১ সেপ্টেম্বর ৩য় ধাপের ২১দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের, রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম পিভিএমএস। প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রধান অতিথি উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনায় ও দেশপ্রেমের মন্ত্রে দিক্ষিত হয়ে বাহিনীর প্রতিটি সদস্যকে দেশ ও জাতীর সেবায় নিয়োজিত থাকার পাশাপাশি প্রস্তুতি গ্রহণ করার জন্য আহবান জানান। তিনি বলেন ২১ দিন মেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশ ও জাতীর কল্যাণে আত্ম নিয়োগ করতে হবে। প্রধান অতিথি আরো বলেন,যারা প্রশিক্ষণে অংশ নিয়েছো,তারা সরকারের প্রতিনিধি হিসাবে গ্রাম গঞ্জে কাজ করতে হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে  ফুলবাড়ী উপজেলা আনসার  ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, কুড়িগ্রাম সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন ও উপজেলা প্রশিক্ষক মাসুদুর রহমান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন হিসাবরক্ষক মোঃ গোলাম মোস্তফা রাঙ্গা। প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ভিডিপি সদস্যরা অংশ নেয়। এ সময় আনসার ভিডিপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে আনসার ব্যাটালিয়নের বিভাগীয় প্রশিক্ষকগণ প্রশিক্ষণ প্রদান করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *