Padma Jamuna News Agency

রোটারী ক্লাব অব এভার গ্রীন পাবনার উদ্দোগে বৃক্ষ রোপণ

রোটারী ক্লাব অব এভার গ্রীন পাবনার উদ্দোগে বৃক্ষ রোপণ

এম এ খালেক খান :

রোটারী ক্লাব অব এভার গ্রীন পাবনার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসাবে পাবনা পুলিশ লাইন মাঠ চত্বরে ২৩ আগস্ট কাঠবাদাম,কৃষ্ণ চুরা ও আম রুপালি গাছ রোপনের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও বৃক্ষের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন পাবনা জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সি। বৃক্ষ রোপণ কমসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মাসুদ আলম, জিয়াউর রহমান, বেনজির আহমেদ ও সহকারী পুলিশ সুপার আরজুমান আকতার প্রমুখ। রোটারী ক্লাব অব এভার গ্রীন পাবনার আর আই মাহফুজুর রহমান ও এভার গ্রীন পাবনার পাষ্ট প্রেসিডেন্ট মোঃ জালাল উদ্দীন, পিপি প্রভাস চন্দ্র ভদ্র, পিপি এম এ জলিল, ক্লাবের সেক্রেটারি রশিদুল হাসান বকুল, কমিটি চেয়ারম্যান মইনুল ইসলাম বাদশা, কমল চন্দ্র, মোঃ সাইদুল ইসলাম খোকন, আব্দুল কুদ্দুস, নিতাই চন্দ্র সরকার, রানা গ্রপের জি,এম ও পাবনার বিশিষ্ট সিনিয়র সাংবাদিক,কলামিস্ট ও বাপা পাবনার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *