Padma Jamuna News Agency

সাঁথিয়া পৌর মেয়রের অফিসকক্ষে  মহিলা মাদরাসার সুপারকে মারপিট

সাঁথিয়া পৌর মেয়রের অফিসকক্ষে
 মহিলা মাদরাসার সুপারকে মারপিট
পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বারীকে সাঁথিয়ার পৌর মেয়রের অফিস কক্ষে আটকে রেখে লাঞ্ছিত করা হয়েছে।এর আগেও তাকে পৌরসভায় ডেকে এনে লাঞ্চিত করা হয়েছিল।
জানা গেছে,ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রোববার(১৭ সেপ্টেম্বর)সকাল ১০টায় সাঁথিয়া মহিলা মাদরাসার সুপার মাওলানা আ: বারীকে থেকে ডেকে নিয়ে আসে সাঁথিয়া  পৌর মেয়রের দলীয় ক্যাডার সাদ্দাম হোসেন।সুপার আ: বারীকে মেয়র মাহবুবুল আলম বাচ্চুর অফিসকক্ষে আটকে রাখা হয় প্রায় এক ঘন্টা। এ সময় মেয়র তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং মেয়রের দুই অনুচর সাদ্দাম ও বিষু সুপার আ: বারীকে মারপিট করে।এ সময় মাদ্রাসার অফিস সহকারী মোক্তার হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি পরিস্থিতি বেগতিক দেখে সাঁথিয়া থানায় ফোন করেন। পুলিশ দ্রুত মেয়রের কক্ষ থেকে  আহত সুপার  আব্দুল বারীকে উদ্ধার করে।এ ব্যাপারে পাবনার পুলিশ সুপার মো: আকবর আলী মুন্সি জানান,ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য,গত ৬ জুলাই এই সুপার আ: বারীকে মেয়রের কক্ষে আটকে রেখে লাঞ্ছিত করা হয়েছিল।মাদরাসার সুপার আ: বারী জানান,ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য মেয়র বাচ্চু আমাকে ডেকে নিয়ে ভয়ভীতি প্রদর্শন ও তার লোকজন দিয়ে  লাঞ্চিত করেছেন।এর আগেও একবার তাকে ডেকে নিয়ে ভীতি প্রদর্শন ও লাঞ্চিত করেছেন বলে জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *