Padma Jamuna News Agency

উত্তর কোরিয়ার প্রথম আর্ন্তজাতিক বাণিজ্যিক ফ্লাইটের বেইজিংয়ে অবতরণ

২২ আগস্ট, ২০২৩ ( ডেস্ক): তিন বছরের মধ্যে উত্তর কোরিয়ার প্রথম আর্ন্তজাতিক বাণিজ্যিক ফ্লাইট মঙ্গলবার বেইজিংয়ে অবতরণ করেছে।
বিমানবন্দরের এরাইভ্যাল বোর্ড থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এয়ার কোরিও ফ্লাইট জেএসওয়ানফাইভওয়ান বেইজিংয়ের ক্যাপিটাল এয়ারপোর্টে সকাল ৯টা ১৭ মিনিটে অবতরণ করে।
এটি স্টেট এয়ারলাইন এয়ার কোরিয়’র প্রথম বাণিজ্যিক ফ্লাইট। ২০২০ সালের প্রথম দিকে করোনা মহামারির কারনে উত্তর কোরিয়া তার সীমান্ত বন্ধ করে দেয়। এরপর থেকে দেশটির আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট বন্ধ ছিল।
আন্তর্জাতিক ফ্লাইটটির বিষয়ে জানতে এয়ার কোরিয়’র সাথে যোগাযোগ করা হলে এর প্রতিনিধি বলেছেন, তার কাছে কোন তথ্য নেই।
যদিও এয়ার কোরিয়’র ফ্লাইটটির সোমবার বেইজিং আসার কথা ছিল। আনুষ্ঠানিক কোন কারণ না দেখিয়ে তা বাতিল করা হয়েছিল।বাসস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *