মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বন বিভাগের উদ্যোগে বিনামূল্যে বনজ,ফলদ ও ঔষধি গাছের চারাবিতরণ শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার (২১আগস্ট) উপজেলা প্রশাসন রাণীশংকৈল পাইলট হাইস্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- উপজেলা বন কর্মকর্তা শাহজাহান আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, রেঞ্জ কর্মকর্তা তাসলিমা খাতুন,সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদের প্রতিনিধি জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা।
এছাড়াও অনুষ্ঠানে সামাজিক নেতাকর্মী, শিক্ষক- ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য চলতি বছরের জন্য এ উপজেলায় বরাদ্দকৃত ২০০০ চারার মধ্যে এ স্কুলে ৪০০ চারা বিতরণ করা হয়। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোশাররফ হোসেন।
