Padma Jamuna News Agency

নাটোর টিএমএসএস পলিটেকনিক্যালে জাতীয় শোক দিবস পালিত

নাটোর টিএমএসএস পলিটেকনিক্যালে জাতীয় শোক দিবস পালিত

এম এ খালেক খান :

বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রপথিক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের
অপারেশন-১১,নাটোর  ডোমেইনের আওতাধীন পরিচালিত নাটোর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট  কর্তৃক আয়োজিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর ও তাঁর পরিবারের সদস্যদের ৪৮-তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে টিএমএসএস নাটোর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট  কার্যালয়ে ১৫ আগস্ট অধ্যক্ষ মোঃ আবু হান্নান সভায় সভাপতিত্ব করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। সভাপতি অধ্যক্ষ মোঃ আবু হান্নান ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকান্ডের নিন্দা জানান। পরে কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব,শেখ কামাল,শেখ জামাল ও শেখ রাসেলসহ ১৫ আগস্ট কালরাতে নিহত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন একাডেমিক কোঅরডিনেটর ও রেজিস্ট্রার মোঃ আমিরুল ইসলাম। জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অন্যদের মধ্যে নাটোর টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউটের টেক্সটাইল ইন্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইন্জিনিয়ার মোঃ আলহাজ হোসেন, ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান ইন্জিনিয়ার মোঃ পাপন আলী, কম্পিউটার ইন্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রোজিনা আক্তার, আর এস এর বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শামীম উদ্দিন প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নেয়। এ সময় অধ্যক্ষ আরো বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান বাঙ্গালি জাতির পথপ্রদর্শক ছিলেন। রেজিস্ট্রার  বলেন বঙ্গবন্ধু ছিলেন একজন নির্ভীক সৈনিক। এছাড়াও সকল শিক্ষক বঙ্গবন্ধুর কমময় জীবনের গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সর্বশেষ ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অধ্যক্ষ তাঁর  সমাপনী বক্তব্যে সবাই কে উপস্থিত হয়ে এ অনুষ্ঠানে যোগদান করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *