পাবনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব শীর্ষক আলোচনা ও বৃক্ষরোপণ
অনুষ্ঠিত হয়
এম এ খালেক খান :
পাবনায় পরিবেশের ভারসাম্য সুরক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম শীর্ষক আলোচনা,মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে সোমবার আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।পাবনা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ উবায়দুল্লাহ ইবনে আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাবনা বন বিভাগের, বিভাগীয় বন কর্মকর্তা ক্যাশবি বিকাশ চন্দ্র ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ভাইস প্রেসিডেন্ট ও পাবনা শাখার ব্যবস্থাপক মোঃ শাহজাহান প্রমুখ। সভায় বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর পরিবেশ, সুস্থ জীবনের জন্য অপরিহার্য। বক্তারা আরো বলেন বৈশ্বিক উষ্ণতার কারণে পরিবেশের ভারসাম্য স্বাভাবিক নেই ফলে আবহাওয়া ও জলবায়ুতে ব্যাপক পরিবর্তন আসছে ফলে পরিবেশের মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাই পরিবেশকে রক্ষায় আমাদের বেশি,বেশি করে বৃক্ষরোপণ করা দরকার। বক্তারা বলেন বৃক্ষ আমাদের বহু ভাবে কাজে লাগে ও পরিবেশের ভারসাম্য রক্ষাসহ নানা উপকারে আসে। এ ছাড়াও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৃক্ষ আমাদের পরকালীন মুক্তিতে সহায়তা করবে। এজন্য আমাদের প্রত্যেককেই বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। আলোচনায় বক্তারা বাপা পাবনা জেলা শাখার এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।বক্তারা আরো আশা প্রকাশ করেন,বাপা পাবনা জেলা শাখা কর্তৃক আরো বড় পরিসরে বিভিন্ন পতিত জমি,স্থান,মসজিদ,মক্তব,স্কুল, কলেজ,মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণের পদক্ষেপ গ্রহণ করব। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মোঃ আব্দুল হামিদ খান। পরে মাদ্রাসা চত্বরে বেশ কিছু বিভিন্ন ধরণপর ফলোদ ও বনোজ বৃক্ষের চারা রোপন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক,কর্মচারী,গন্যমান্য ব্যক্তিবর্গ,বাপার অন্যান্য সদস্য,ব্যাংক কর্মকর্তা,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।