Padma Jamuna News Agency

দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গমাতার ৯৩-তম জন্মবার্ষিকী উদযাপন

দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গমাতার ৯৩-তম জন্মবার্ষিকী উদযাপন

এম এ খালেক খান :

পাবনা সদর উপজেলার দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদয়ালয় কর্তৃক আয়োজিত  জাতির জনক বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছার ৯৩-তম জন্ম বার্ষিকী উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ৮ আগস্ট  ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু সভায় সভাপতিত্ব করেন। প্রধান শিক্ষক বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছার কর্মময় জীবনের উপর বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি বলেন বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা একজন মহিয়সী নারী ছিলেন।তিনি আরো বলেন,পারিবারিকভাবে বঙ্গমাতা রেনু নামে পরিচিত ছিলেন। যাকে আমরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হিসাবে চিনি ও জানি। তিনি বলেন,বঙ্গমাতা শুধু একজন স্ত্রী ছিলেন না,তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য ছায়াসঙ্গীও। মোঃ ছানাউল্লা খান রাজু তাঁর আলোচনায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও যুদ্ধ পরবর্তী সময়ে দেশ গঠনে বঙ্গমাতার অবদানের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। আলোচনায় তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচানা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মির্জা বখতিয়ার উদ্দিন,সিনিয়র শিক্ষক মোঃ শফিউল আলম,সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম,সিনিয়র শিক্ষক আলহাজ্ব মোঃ ইমরান আলী সরকার,শিক্ষক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক মোঃ আঃ খালেক খান পিভিএম,মোঃ রফিকুল ইসলাম,রত্নারানী অধিকারী,শিখা রানী ও বিকাশ কুমার সহ সকল শিক্ষক,কর্মচারী প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মির্জা বখতিয়ার উদ্দিন। দোয়া অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *