Padma Jamuna News Agency

বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের নতুন ডিআইজি’র দায়িত্ব গ্রহণ

এম এ খালেক পিভিএম :

বাংলাদেশ পুলিশের রংপুর বিভাগের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। নতুন ডিআইজি ৬ আগষ্ট বিকালে দায়িত্বভার গ্রহণ করেছেন। রংপুর রেঞ্জ ডিআইজি হিসাবে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজির হিসাবে নিয়োজিত ছিলেন। তিনি রংপুর রেঞ্জের বিদায়ী ডিআইজি মোহাঃ আব্দুল আলীম মাহমুদ বিপিএম এর স্থলাভিষিক্ত হলেন। রংপুর রেঞ্জের নতুন ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম পিপিএম বিকালে পুলিশ অফিসার্স মেসে এসে পৌঁছলে রংপুর জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করেন। নবাগত ডিআইজি’কে ফুলেল শুভেচ্ছা জানান রংপুর রেঞ্জ অফিসে পুলিশ সুপারসহ ও রেঞ্জে কর্মরত উর্ধ্বতন কর্মকর্তাগণ। এ সময় নতুন ডিআইজি উপস্থিত সলক পুলিশ কর্মকর্তাদের যার যার অবস্থান থেকে সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের প্রতি আহবান জানানোর পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন।এ সময় অনুষ্ঠানে রংপুরস্থ পুলিশ ইউনিটের সকল উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *