Padma Jamuna News Agency

পাবনায় বাপার উদ্যোগে জেলা কারাগার চত্বরে বৃক্ষরোপণ

পাবনায় বাপার উদ্যোগে জেলা  কারাগার চত্বরে বৃক্ষরোপণ

এম এ খালেক খান :

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পাবনা জেলা শাখার উদ্যোগে পাবনা জেলা কারাগার চত্বরে ৫ আগস্ট বৃক্ষরোপণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ  কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও বৃক্ষের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাবনা জেলা কারাগার এর জেল সুপার মোঃ নাসির উদ্দিন প্রধান। এ সময়  বাংলাদেশ পরিবেশ আন্দোালন বাপার পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আব্দুল হামিদ খানের পরিচালনায় বৃক্ষরোপণপূর্ব এক আলোচনায় বক্তৃতা করেন জেল সুপার নাসির উদ্দিন প্রধান, পাবনা জেলা কারাগার এর জেলর মোঃ আনোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সহকারি পরিচালক মোঃ মোশারফ হোসেন, বাংলাদেশের খ্যাতনামা কীট তত্ব বিশেষজ্ঞ, বিশিষ্ট  ব্যবসায়ী সার্ক মানবাধিকারের সদস্য মোঃ হেলাল উদ্দিন, সাবেক জেলা ইপিআই সুপারভাইজার ও সার্ক মানবাধিকার জেলা সদস্য মুহম্মদ রবিউল আলম, বিশিষ্ট সমাজসেবক সুলতান আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী ইসতিয়াক হায়দার খান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা কারাগারের  অন্যান্য কর্মচারীও বৃক্ষরোপণে অংশ গ্রহণ করেন।পাবনা জেলা কারাগারের সম্মুখের খোলা  চত্বরে উন্নতজাতের কিছু আমের গাছ রোপন করা হয় যা বছরে দুইবার ফলন দিবে। এ ছাড়া একটি শোভা বর্ধনকারী রাধাচূড়া গাছও কারা অভ্যান্তরে  রোপণ করা হয়।বৃক্ষরোপণের সময় এক পশলা বৃষ্টিকে সবাই আশির্বাদ হিসাবে উল্লেখ করেন।জেল সুপার মোঃ নাসির উদ্দিন প্রধান বৃক্ষরোপণপূর্ব এক আলোচনায় হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন ‘হযরত আনাস (রা:)থেকে বর্ণিত,নবী করিম সা: বলেছেন কেয়ামত এসে গেছে তারপরেও তোমার হাতে যদি একটি গাছের চারা থাকে তাহলে সেটি আগে রোপন কর।জেল সুপার হাদিসের আলোকে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে যথা সাধ্য গাছ লাগানো ও গাছের  পরিচর্যার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *