এম এ খালেক খান : বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত শিক্ষা সেক্টরের অধীন টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাথে পরিচয় ও শুভেচ্ছা বিনিময় করলেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। স্কুল এন্ড কলেজের সভা কক্ষে ১ আগষ্ঠ অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম উপস্থিত হলে সকল শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। পরে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কলেজ থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,এ দিনটি তোমাদের জীবনের জন্য একটি স্মরণীয়। তিনি বলেন, তোমরা এ বছর এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় আমি তোমাদের আন্তরিক অভিনন্দন,শুভেচ্ছা ও শুভ কামনা জানাচ্ছি। এ স্কুল এন্ড কলেজ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও এসএসসি পরীক্ষায় অব্যাহত ভালো ফল অর্জিত হওয়ায় শিক্ষক ও অভিভাবকদেরও তিনি অভিনন্দন ও ধন্যবাদ জানান।তিনি আরো বলেন, তোমাদের উচ্চ শিক্ষার জন্য আগের চেয়ে কষ্ঠের ও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। শিক্ষা জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রম,অধ্যাবসায়, প্রতিজ্ঞা ও জ্ঞান আহরণের তৃষ্ণা থাকা দরকার। আমি আশা করব তোমরা শিক্ষা জীবন শেষে জাতির কল্যাণে নিজেদের আত্ন নিয়োগের পাশাপাশি হৃদয়বান ও দেশ প্রেমিক হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করবে। তিনি আবারো উপস্থিত সকল শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের সবাই কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা টিএমএসএস প্রতিষ্ঠানের মাধ্যমে সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে।তিনি আরো বলেন,টিএমএসএস লাভের আশায় নহে সেবার মনোভাব নিয়েই বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করছে।তিনি বলেন টিএমএসএস মানব সেবার লক্ষ্য নিয়ে টিএমএসএস মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে হাজার, হাজার মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,ভবিষ্যতে তোমরা টিএমএসএস মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারী পাশ করে দেশ বিদেশের বিভিন্ন মেডিক্যালের মাধ্যমে মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুন্ড্র ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ডক্টর মোঃ মোজাফ্ফর হোসেন, টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মতিউর রহমান ও টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক,শিক্ষার্থী,টিএমএসএসের উপদেষ্টা,পরামর্শক, হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগম,হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,শিক্ষার্থী,অভিভাবক, শিক্ষক,কর্মকর্তা,কলেজের নতুন,পুরাতন শিক্ষার্থী,নানা শ্রেণির মানুষ,গন্যমান্য ব্যক্তি,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
