Friday, December 1, 2023

বগুড়ায় গাক কর্তৃক আয়োজিত শোভন কর্ম পরিবেশ উন্নয়ন বিষয়ক কর্মশালা

এম এ খালেক খান : দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি এনজিও গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় ১০টি সহযোগি সংস্থার অংশ গ্রহণে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন বিষয়ক কর্মশালা ১১ নভেম্বর ২০২৩ ইং তারিখে বগুড়ার বনানীস্থ গাক এর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও স্বাগত বক্তব্য দেন গাক এর পরিচালক (প্রশাসন ও অভ্যন্তরীণ নিরীক্ষা) মোঃ হুমায়ুন খালেদ। গাক’র সিনিয়র পরিচালক ডক্টর মোঃ মাহবুব আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন পিকেএসএফ এর সহকারি মহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী মোঃ হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন ভেল্যুচেইন প্রজেক্ট ম্যানেজার মোঃ মাসুম সরকার ও অংশ গ্রহণকারী হিসাবে ১০টি সহযোগি সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগন এ কর্মশালায় অংশ নেয়। পিকেএসএফ এর সহকারি মহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী মোঃ হাবিবুর রহমান ৫টি সহযোগি সংস্থার মাধ্যমে বাস্তবায়নাধীন শোভন কর্ম পরিবেশ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন। তিনি যথাসময়ে প্রকল্প কার্যক্রম সমাপ্ত করতে সহযোগি সংস্থার কর্মকর্তাদের নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। কর্মশালাটির সার্বিক পরিচালনা ও সঞ্চালনা করেন গাক এর সমন্বয়কারী (কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন) মোঃ জিয়া উদ্দিন সরদার। কর্মশালায় গাকসহ ১০টি সহযোগি সংস্থার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

 

RELATED ARTICLES
Continue to the category

Most Popular