Padma Jamuna News Agency

বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজে বায়ো মলিকুলার ল্যাব স্থাপন

বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজে বায়ো মলিকুলার ল্যাব স্থাপন

এম এ খালেক খান,পাবনা

বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরির্বতন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পযায়ের এনজিও টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ক্যানসার সেন্টারে বায়ো মলিকুলার ল্যাব স্থাপন করা হয়েছে। অস্ট্রেলিয়ার মাইহেল্থ ওমিক্স প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় এই ল্যাব স্থাপন করা হয়েছে। বায়ো মলিকুলার ল্যাবের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা প্রাপ্তিতে আইএসও-১৫১৮৯ সনদ গ্রহণে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পাদনে ১০ সেপ্টেম্বর মমইন হোটেলের সভা কক্ষে একটি চুক্তি সম্পাদন করা হয়। অস্ট্রেলিয়ার উক্ত প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিইও ডক্টর পল এন.মেনওয়ারিং ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম টিএমএসএস নিয়ন্ত্রিত বগুড়ার ফাইভ স্টার হোটেল মম-ইনে চুক্তি স্বাক্ষর শেষে উভয়ের মধ্যে চুক্তি পত্র হস্তান্তর করা হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বগুড়া জেলার, প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকতা, টিএমএসএসের উপদেষ্টা, পরামর্শক,পরিচালক, টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মতিউর রহমান, টিএমএসএস মেডিক্যাল কলেজের পরিচালক অবঃ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জামিলুর রেজা, হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,চিকিৎসক,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,ল্যাবে কর্মরত কর্মকর্তা,আমন্ত্রিত অতিথিবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *