Padma Jamuna News Agency

রাণীশংকৈলে একই রাতে ৭ দোকানে প্রায় ৫ লক্ষাধিক টাকা চুরি 

রাণীশংকৈলে একই রাতে ৭ দোকানে প্রায় ৫ লক্ষাধিক টাকা চুরি
মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের আবাদ তাকিয়া মাদ্রাসা মোড় ও কুলিক নদী ব্রীজ সংলগ্ন  ৭টি দোকানে রবিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে  চুরি হয়েছে। দোকান মালিকদের তথ্য মতে জানাজায়, গভীর রাতে ঘরের টিনের ছাউনি কেটে চোরেরা ৭টি দোকানে বিভিন্ন মালামাল সহ প্রায় ৫ লক্ষাধিক টাকা চুরি করে।
দোকান মালিকরা হলেন শাহিন,মুক্তারুল, খিরমোহন,পবির্তর, জাহিদ, টিএন্ডটি সংলগ্ন মোজাম্মেলের কীটনাশকের, আনোয়ারের পাশ্বের দোকান। খবর পেয়ে থানার এস,আই শফিউল সিসিটিভির ফুটেজসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন।
এ প্রসঙ্গে থানা পুলিশ পরিদর্শক মহশিন আলী (তদন্ত) বলেন, চুরির ঘটনায় পুলিশি তৎপরতা অব‍্যাহত রয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছি, যেহেতু সিসিটিভির ফুটেজে চোরকে চেনা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে চোর সনাক্ত করা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *