Padma Jamuna News Agency

পাবনায় বিং হিউম্যান বাংলাদেশের উদ্যোগে গাছের চারা বিতরণ

পাবনায় বিং হিউম্যান বাংলাদেশের উদ্যোগে গাছের চারা বিতরণ

এম এ খালেক খান :

অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন বিং হিউম্যান বাংলাদেশের উদ্যোগে পাবনা জেলা পরিষদ থেকে প্রাপ্ত গাছের চারা বিতরণ কর্মসূচীর অংশ হিসাবে ২২ আগস্ট পাবনা আদর্শ গার্লস হাই স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফল,ঔষধি ও কাঠের গাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষক,শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি ও দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক এস এম মাহবুব আলম। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর,শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজেক্ট চীফ জাফর আদনান, সাংস্কৃতিক সম্পাদক মিথিলা আক্তার মিতু ও শিশু সাংবাদিক সাআদ আল সামী। উক্ত প্রজেক্ট এর মাধ্যমে সারা বাংলাদেশে চলতি বছরে ৩৫৭ টি গাছ রোপণ করার পাশাপাশি শতাধিক শিশু-কিশোরদের বৃক্ষ উপহার দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *