সৈয়দপুরে টিএমএসএস কর্তৃক জাতীয় শোক দিবস পালিত
এম এ খালেক খান, পাবনা
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রপথিক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের
অপারেশন-৯ দিনাজপুর ডোমেইনের আওতাধীন পরিচালিত সৈয়দপুর কর্তৃক আয়োজিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর ও তাঁর পরিবারের সদস্যদের ৪৮-তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে টিএমএসএসের সৈয়দপুর জোনের,জোন কার্যালয়ে ১৫ আগস্ট জোন প্রধান মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য দেন টিএমএসএসের হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর ররহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের অপারেশন-৯ দিনাজপুর ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ ওসমান গনি। প্রধান অতিথি পরিচালক মোঃ মাহাবুবর রহমান ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকান্ডের নিন্দা জানান। পরে সৈয়দপুর জোন কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব,শেখ কামাল,শেখ জামাল ও শেখ রাসেলসহ ১৫ আগস্ট কালরাতে নিহত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন টিএমএসএসের সৈয়দপুর জোনের,জোন প্রধান মোঃ শহীদুল ইসলাম। শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে টিএমএসএসের সৈয়দপুর জোনের সকল এরিয়া প্রধান, শাখা প্রধান ও মাঠ কর্মীগন অংশ নেয়। উল্লেখ্য সারা দেশে টিএমএসএসের সকল শাখার মাধ্যমে ১৫ আগস্ট জাতির শোক দিবস যথাযথ মযাদার সহিত পালিত হয়েছে।