পাবনার চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক জাতীয় শোক দিবস পালিত
এম এ খালেক খান :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ৪৮-তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত চরতারাপুর ইউনিয়নের সুকচর পুকুর পাড় চত্বরে ১৬ আগস্ট আলোচনা সভা,মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা মোঃ মকছেদ আলী প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য দেন চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জালাল উদ্দীন বিশ্বাস, সুজানগর পৌরসভার সাবেক মেয়র পাবনা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তোফা ও পাবনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিব বিশ্বাস ফারাবি প্রমুখ। অন্যদের মধ্যে চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আঃ ওহাব, সুজানগর পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জুয়েল রানা,সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ বদরুদ্দোজা খান মানিক,চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ ঝন্টু ও সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল করিম ও সাবেক মেম্বার মোঃ ইসহাক আলী ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারি মোঃ সন্তেষ প্রমানিত প্রমুখ আলোচনায় অংশ নেয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব,বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলসহ ১৫ আগস্টের কালরাতে নিহত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় মাওলানা মোঃ ছকির উদ্দিন। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,স্থানীয় আওয়মী লীগের বিভিন্ন গ্রামের নেতৃবৃন্দ, এলাকার সাধারণ মানুষ,শিক্ষাথীবৃন্দ,স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ মকছেদ আলী প্রামাণিক। অনুষ্ঠান শেষে কয়েক শতাধিক মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়।