Padma Jamuna News Agency

গুড়ায় এসইপি প্রকল্পের আওতায় গাক কর্তৃক পরিবেশ ক্লাব সভা অনুষ্ঠিত

দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও গ্রাম উন্নয়ন কর্ম গাক কর্তৃক বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসইপি প্রকল্পের আওতায় ২২ আগষ্ট বগুড়ার শাজাহানপুর উপজেলাধীর রানীরহাট শাখায় পরিবেশ ক্লাব সভা অনুষ্ঠিত হয়েছে। এসইপি প্রকল্পের,প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এসইপি প্রকল্পের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিবেশ উন্নয়নে সচেতনতা ও নিজ নিজ কর্ম পরিবেশ উন্নয়নের লক্ষ্যে গঠিত ক্লাব সভায় ডকুমেন্টেশন অফিসার মোঃ শাখাওয়াৎ হোসন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন গাকের বগুড়া জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ নজরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন গাক এর রানীরহাট শাখার,শাখা ব্যবস্থাপক মোঃ মাহফুজুর রহমান ও প্রকল্পের পরিবেশ অফিসার মোঃ সম্রাট আলী প্রমুখ। সভায় পরিবেশ অনুশীলনে করণীয় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি উদ্যোক্তাদের নিজ নিজ কর্ম এলাকার পরিবেশ উন্নয়নে স্বাস্থ্য সম্মত টয়লেট স্থাপন, সুপেয় পানীয় জলের ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা বক্স ব্যবহার, অগ্নি নির্বাপক ব্যবস্থা গ্রহণে উদ্বুদ্ধ করা হয়। সবশেষে পরিবেশ ক্লাবের মাধ্যমে এলাকার পরিবেশ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি  জলাবদ্ধতা নিরসনে পাড়া মহল্লায় সচেতনতা সৃষ্টি,পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করন,পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, বসতবাড়ির আশেপাশে ফাঁকা জায়গায় বৃক্ষ রোপন, ডেঙ্গু রোধে মশক নিধন বাস্তবায়নের সিদ্ধান্তের মধ্য দিয়ে সভার কার্য শেষ করা হয়। অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তি বর্গ,নানা শ্রেণির মানুষ, জনপ্রতিনিধি, গাকের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *