Padma Jamuna News Agency

নাটোর গুরুদাসপুরে টিএমএসএসের এসইপি প্রকল্পের মৎস্য সেড হস্তান্তর 

এম এ খালেক খান :
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস পরিচালিত টিএমএসএসের চাঁচকৈর শাখার পিকেএসএফ এর আওতায় এসইপি প্রকল্পের নির্মিত গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর ধান হাটা বাজারের মৎস্য সেড হস্তান্তর করা হয়েছে।টিএমএসএসের অপারেশন-১১,নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান মোহাম্মদ শাহীন মিয়ার সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রকল্পের বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন চাঁচকৈর পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান।টিএমএসএস কর্মকর্তাদের মধ্যে টিএমএসএসের অপারেশন-১ বগুড়া ডোমেইনের,ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক মোঃ রেজাউল করিম ও বাজার সমিতির সভাপতি ডীবন সিকদার প্রমুখ বক্তব্য দেন।প্রধান অতিথি পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা বলেন,টিএমএসএস সারা দেশে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে এটা সত্যিকার অর্থে প্রশংসনীয়।টিএমএসএস কর্তৃপক্ষ এ এলাকার মৎস্য ব্যবসায়িদের জন্য মৎস্য সেড তৈরি করে দেওয়ায় তিনি  টিএমএসএস ও টিএমএসএসের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।বিশেষ অতিথি সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান।তিনি বলেন টিএমএসএস সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড অব্যাহত রেখেছে।তিনি আরো বলেন,এ প্রতিষ্ঠানের মাধ্যমে মানবিক সেবা কার্যক্রম গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।তিনি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।তিনি কর্মকর্তাদের বলেন,তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে।তিনি এ এলাকার মৎস্য চাষীদের কথা বিবেচনা করে মৎস্য সেড নির্মান করতে পেরে আনন্দিত।টিএমএসএস কর্মকর্তাদের মধ্যে টিএমএসএসের গুরুদাসপুর এরিয়া প্রধান মোঃ মনিরুল ইসলাম,গুরুদাসপুর শাখা প্রধান মোঃ মাসুদুর রহমান,চাঁচকৈর শাখা প্রধান মোঃ আব্দুল জলিল ও এসইপি প্রকল্পের এটিও মোঃ মমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিএমএসএসের এসইপি প্রকল্পের সমন্বয়কারী ও সিনিয়র সহকারী পরিচালক এন্টারপ্রাইজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস।অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন টিএমএসএসের নাটোর জোন প্রধান এ এস এম আরিফুল বাশার।অনুষ্ঠানে টিএমএসএসের উপনির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ আল মেহেদী পারভেজ,বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা,সুবিধাভোগী সদস্য,এনজিও কর্মী,নানা শ্রেণির মানুষ,কর্মচারী,গন্যমান্য ব্যক্তিবর্গ,বাজার সমিতির সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *