Padma Jamuna News Agency

নাইজেরিয়ায় কারফিউ জারি

কানো, নাইজেরিয়া, ৩১ জুলাই, ২০২৩ (বাসস ডেস্ক) : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আদামাওয়া রাজ্য কর্তৃপক্ষ রোববার রাজ্য জুড়ে কারফিউ জারি করেছে। রাজ্যের রাজধানী ইয়োলাতে খাদ্য সামগ্রীর দোকানে ব্যাপক লুটপাট বন্ধে সার্বক্ষণিক কারফিউ জারি করা হয়।
লুটপাটের ভিডিও ফুটেজে শত শত বাসিন্দাকে সরকারি ও বেসরকারি গুদাম ভেঙ্গে শস্য ও অন্যান্য খাদ্য সামগ্রী লুট করে নিয়ে যেতে দেখা যায়।
রাজ্য গভর্নরের মুমখপাত্র হুমওয়াশি ওনোসিকু এক বিবৃতিতে বলেন, ‘আদামাওয়া রাজ্যের গভর্নর আহমাদু উমারু নিন্তিরি রাজ্যে ২৪ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছেন। ৩০ জুলাই রোববার এটি কার্যকর করা হয়।’
আদামাওয়া রাজ্য পুলিশের মুখপাত্র ইয়াহায়া এনগুরোজে জানান, কারফিউ কার্যকর করতে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।
আফ্রিকার সবচেয়ে জনবহুল এবং মহাদেশটির বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে নাইজেরিয়া। গত মাসে দেশটি জ্বালানিতে দেওয়া ভর্তুকি তুলে নিয়েছে। এরফলে দেশটিতে পেট্রোলের দাম প্রায় চারগুণ বেড়েছে। বৃদ্ধি পেয়েছে খাদ্য সামগ্রীর দামও।
অর্থনৈতিক মন্দা এবং মহামারি করোনাভাইরাসের কারণে নাইজেরিয়ার অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। এর প্রভাবে দেশটির সাড়ে ২১ কোটি মানুষের জীবনযাপন অনেক কঠিন হয়ে পড়েছে। এ জনগোষ্ঠীর অর্ধেকই দিনে দুই ডলারের কম আয় করে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *