Padma Jamuna News Agency

হযরত ইমাম হোসাইন (আ.) শানে শোক মিছিল – মাতম – মাহফিল পাক

মহরম মাসের ১০ম রজনীতে হযরত ইমাম হোসাইন (আ.) শানে শোক মিছিল – মাতম – মাহফিল পাক, আন্জুমান ই কাদেরিয়া, মাসুমদিয়া খানেবাড়ী মসজিদে খানকাহে কাদেরীয়া গভীর ভাবগাম্ভীর্যের সাথে প্রায় মধ্য রাত পর্যন্ত পালন করা হয়। মাগরিব নামাজের শেষে মাহফিল, ইমাম পাকের শানে ওয়াজ, মোনাজাত, মিছিল পাক শেষে নেয়াজপাক বিতরনের মাধ্যমে রাতের অনেষ্ঠান শেষ হয়। একই ভাবে সারাদেশে ত্বরিকত ভূক্ত মানুষ মাতম মাহফিল পাক সহ বিভিন্ন নফল এবাদতে কাটাবে ও আগামীকাল বিভিন্ন অনুষ্ঠান পালন করবে। আগামীকাল দেশের বিভিন্ন স্থানের মত পাবনা জেলার পূর্বাঞ্চল মাসুমদীয়া খানেবাড়ী, সাগরকান্দী, ঢালারচর, আমিনপুর, সাটিয়াখোলায় আন্জুমান ই কাদেরিয়া, মেদেনীপুরের মুরিদান বিশেষ গুরুত্বসহকারে ১০ই মহরম শহীদানে কারবালার শোক মিছিল, মাতম, মাহফিল পাক পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *