পাবনায় প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটি ও মাহাতাব বিশ্বাস গ্রীন সিটি পরিদর্শন করলেন ডিআইজি মাহবুবুর রহমান
এম এ খালেক খান :
পাবনা সদর উপজেলার দুবলিয়া তথা পাবনার কৃতি সন্তান পাবনার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,বিশিষ্ট সমাজ সেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাসের উদ্যোগে পাবনার রাজাপুরে প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় মাস্ট ইউনিভাসিটি ও মাহাতাব বিশ্বাস গ্রীন সিটি পরিদর্শন করলেন বাংলাদেশ পুলিশের কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের হাইওয়ে ডিআইজি মোঃ মাহবুবুর রহমান।ডিআইজি মোঃ মাহবুবুর রহমান ২১ জুলাই পাবনার রাজাপুরে প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটি সংলগ্ন ফরিদা টাওয়ারে পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান ও মাহাতাব বিশ্বাস গ্রীন সিটির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস।পরে এ উপলক্ষে ফরিদা টাওয়ারে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।মতবিনিময়ে আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস বলেন,তিনি শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে সারা জীবন কাজ করেছেন।তিনি জানান পাবনার দুবলিয়া এলাকায় তাঁর বাবার নামে হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজ,মায়ের নামে ফজিলাতুন্নেছা নেছা বালিকা উচ্চ বিদ্যালয়,দুবলিয়া উচ্চ বিদ্যালয়,পাবনা কলেজ ও রাজাপুর বিজ্ঞান কলেজ সহ পাবনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সহযোগিতা প্রদান করছেন।তিনি বলেন তাঁর শেষ ইচ্ছা পাবনাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।এ লক্ষ্যেই তিনি তাঁর নিজ উদ্যোগে পাবনার রাজাপুরে মাস্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন।এজন্য তিনি দলমত নির্বিশেষে সমাজের সকল মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন।তিনি সমাজে যার যার অবস্থান থেকে সততা ও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার আহবান জানান।তিনি বলেন লাভের আশায় নহে,সেবার মনোভাব নিয়েই দেশে শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বেসরকারি ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি।তিনি প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি মাহাতাব বিশ্বাস গ্রীন সিটির মধ্যে মসজিদ,মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার বিষয়ে ডিআইজি মোঃ মাহবুবুর রহমান কে অবহিত করেন।পরে অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস তাঁর প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ তলা টাওয়ার ও মাহাতাব গ্রীন সিটিসহ তাঁর পরিকল্পিত বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে ডিআইজি মোঃ মাহবুবুর রহমান কে দেখান।ডিআইজি মোঃ মাহাবুবুর রহমান সব কিছু ঘুরে ফিরে দেখে সন্তোস প্রকাশ করেন।শিক্ষা ও সমাজ সেবায় আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস বাংলাদেশ ভারত ও আরব আমিরাতের একটি আন্তর্জাতিক সংস্থা ইনফ্রম কর্তৃক পদক প্রাপ্তিতে মোঃ মাহাবুবুর রহমান তাঁকে ধন্যবাদ জানান ও ভূয়সী প্রশংসা করেন।ডিআইজি মোঃ মাহাবুবুর রহমান এ সকল সামাজিক ও মানবিক কর্মকান্ড সম্প্রসারণে তার সহায়তার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন পাবনার সুনামধন্য অর্থোঃ ডাঃ মোঃ মাসুদুর রহমান প্রিন্স,পাবনার দন্ত চিকিৎসক ডাঃ মোঃ রাকিবুল ইসলাম,প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান,চিপ ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ ও সাইট ইঞ্জিনিয়ার দিপু বিশ্বাস প্রমুখ।