Padma Jamuna News Agency

বগুড়ায় গাক কার্যালয়ে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

বগুড়ায় গাক কার্যালয়ে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

এম এ খালেক খান :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জেষ্ঠ্য পুত্র “বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪-তম জন্ম বার্ষিকী উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও গ্রাম উন্নয়ন কর্ম গাক এর বগুড়া বনানীর প্রধান কার্যালয়ের বোর্ড রুমে সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর খন্দকার আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নিবাহী পরিচালক ডক্টর খন্দকার আলমগীর হোসেন বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।আলোচনা সভায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র অংশগ্রহণ ও যুদ্ধ পরবর্তী সময়ে দেশ গঠনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর অবদান বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায়  শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচানা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাকের সিনিয়র পরিচালক ডক্টর মোঃ মাহবুব আলম,পরিচালক মোঃ রশিদুল ইসলাম সোশ্যাল এন্টারপ্রাইজ, পরিচালক মোঃ হুমায়ুন খালেদ প্রশাসন ও অভ্যন্তরীণ নিরীক্ষা, পরিচালক পঙ্কজ কুমার সরকার মাইক্রোফাইন্যান্স,পরিচালক হজকিল মোঃ আবু হাসান মনিটরিং ও রিভিউ,পরিচালক মোঃ আবু রায়হান মিয়া  এসএমএপি ও পরিচালক মোঃ রায়হানুস সাদাত আইসিটি প্রমুখ শেখ কামালের কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেয়। দোয়া ও আলোচনা সভায় গাকের বিভিন্ন পদমর্যাদর কর্মকর্তা,কর্মচারী,নানা শ্রেণির মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।দোয়া অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *