এম এ খালেক খান :
উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের পথিকৃৎ অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-৬ খুলনা ডোমেইনের আওতাধীন পরিচালিত,খুলনা ডোমেইন কর্তৃক আয়োজিত,খুলনা ডোমেইনের সকল জোন প্রধান ও এরিয়া প্রধানদের সমন্বয়ে সংস্থার মাঠ পর্যায়ের কার্যঅগ্রগতি পযালোচনা ও বার্যিক কর্মকৌশল নির্ধারণ বিষয়ক ত্রৈমাসিক কর্মশালা খুলনা ডোমেইন অফিস কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।কর্মশালায় টিএমএসএসের খুলনা ডোমেইনের,ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-১ মোঃ আঃ কাদের।তিনি সংস্থার মাঠ পর্যায়ের কার্য অগ্রগতি বিষয়ের উপর নানা দিক নিয়ে আলোচনা করেন।কর্মশালায় প্রধান আলোচক ছিলেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন টিএমএসএসের টাস্ক ফোর্সের চেয়ারম্যান মোঃ আহসান হাবিব ও পরিচালক অপারেশন এন্ড ডেভেলপমেন্ট মোঃ রেজাউল করিম প্রমুখ।প্রধান আলোচক মোঃ সোহরাব আলী খান প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত সকল কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।তিনি খুলনা ডোমেইনের আওতাধীন পরিচালিত সংস্থার কার্য অগ্রগতি পযালোচনা করার পাশাপাশি নতুন,নতুন কর্ম পরিকল্পনা নির্ধারন করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক কর্ম পরিকল্পনা প্রনয়ণ ও টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি এ অঞ্চলের কর্মসূচি অর্জন বিষয়ক কর্মকর্তাদের পরামর্শ ও বিভিন্ন দিক নির্দেশনা দেন।বিশেষ অতিথি মোঃ আহসান হাবিব কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন তৃর্ণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে।অপর বিশেষ অতিথি মোঃ রেজাউল করিম কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।সারা দিন ব্যাপী কর্মশালায় সংস্থার মাঠ পর্যায়ের নানা কর্মসূচি ও কর্মকর্তাদের সংস্থার মাঠ পর্যায়ের কর্মসূচি বাস্তবায়ন ও শতভাগ অর্জন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন টিএমএসএসের ডোমেইন প্রধান মোঃ আব্দুর রাজ্জাক।কর্মশালায় অন্যদের মধ্যে টিএমএসএসের উপপরিচালক টিএফআর মোঃ মাহাবুবুল হাসান বক্তব্য দেন।কর্মশালায় খুলনা ডোমেইনের সকল জোনের,জোন প্রধান ও সকল অঞ্চল প্রধানগন অংশ নেয়।কর্মশালায় মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন,নতুন কর্মসূচি চিহ্নিত করে ঋণ বিতরণ ও ঋণের ঝুঁকি মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।ত্রৈমাসিক কর্মশালায় ২০২৩-২৪ অর্থ বছরের কর্মসূচির পরিকল্পনা প্রনয়ণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।
এম এ খালেক খান
১৭/৭/২৩ পাবনা
One attachment • Scanned by Gmail