Padma Jamuna News Agency

বগুড়ায় টিএমএসএস ও বাংলাদেশ ব্যাংক প্রতিনিধি দলের কলা প্রদর্শনী প্লট পরিদর্শন

বগুড়ায় টিএমএসএস ও বাংলাদেশ ব্যাংক প্রতিনিধি দলের কলা প্রদর্শনী প্লট পরিদর্শন
এম এ খালেক খান, পাবনা
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়া জোন নিয়ন্ত্রিত টিএমএসএসের সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসএমই এর আওতায় পরিবেশ সম্মত উপায়ে নিরাপদ কলা চাষ উপ-প্রকল্প কর্তৃক আয়োজিত বগুড়ার শিবগঞ্জের মোকামতলার মাঝ গ্রামে উৎপাদিত কলা প্রদর্শনী প্লট পরিদর্শন করেন টিএমএসএস ও বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দল ৫ সেপ্টেম্বর বগুড়ার শিবগঞ্জের মাঝগ্রামের কৃষক মোঃ  মোখলেসুর রহমানের কলা প্রদর্শনী প্লট সরেজমিন পরিদর্শন করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন টিএমএসএসের পরিচালক অপারেশন এন্ড ডেভেলপমেন্ট মোঃ রেজাউল করিম, হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান, সিনিয়র সহকারী পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাগন। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে টিএমএসএসের বগুড়া জোন প্রধান,প্রকল্পের প্রোজেক্ট ম্যানেজার কৃষিবিধ মোঃ ইশতিয়াক ইসলাম, প্রকল্পের টেকটোনিক্যাল অফিসার,পরিবেশ কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট শাখা কর্মকতা গন উপস্থিত ছিলেন। পরে এ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তারা এ অঞ্চলের বিভিন্ন এলাকার দরিদ্র কৃষকের আর্থসামাজিক উন্নয়নের জন্য  টিএমএসএসের মাধ্যমে আরো বেশী সংখ্যক মানুষের মধ্যে কলা চাষ অধিক জনপ্রিয় করে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। প্রতিনিধি দলটি মোঃ শাকিল আহমদের কলা প্রদর্শনী প্লট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা, এলাকার বহুগন্যমান্য ব্যক্তি,বিভিন্ন এলাকার কৃষক, মাঠ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট প্রকল্পের উপকারভোগী সদস্য,এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *