নাটোর গৃহহীনদের জন্য নির্মিত ব্যারাক হাউজের চাবি হস্তান্তর
আব্দুল খালেক পিভিএম ।।
নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বৃ-চাপিলা গ্রামে গৃহহীন ও ছিন্নমূলদের জন্য নির্মিত ২২টি পাকা ব্যারাক হাউজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১১পদাতিক ডিভিশন। এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন ক্যাপ্টেন রাফিদ সাদমান আজাদ,উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার,সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল,সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভুট্টু প্রমুখ। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোঃ মাহাবুবুর রহমান,ইউপি সদস্য আব্দুল হান্নানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে ২২টি ব্যারাক হাউজের চাবি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর ১১পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন রাফিদ সাদমান আজাদ। ৫ একর ৩৪ শতাংশ জমির উপর নির্মিত ওই ব্যারাক হাউজে ঠিকানাহীন অসহায় ১১০টি পরিবারের পুনর্বাসন হবে। প্রতিটি ব্যারাকে পৃথক রান্নাঘর ও বাথরুমের সুবিধাসহ নলকূপ রয়েছে।