Padma Jamuna News Agency

নাটোর টিএমএসএসের কর্মী কর্মশালা অনুষ্ঠিত

এম এ খালেক খান :

উত্তর জনপদ তথা বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের পথিকৃৎ অধ্যাপিকা ডঃ হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের
অপারেশন-১১,নাটোর ডোমেইনের আওতাধীন পরিচালিত নাটোর অঞ্চল কর্তৃক আয়োজিত,নাটোর সদর অঞ্চলের সকল শাখার মাঠ কর্মীদের উন্নয়ন,কার্যঅগ্রগতি পর্যালোচনা ও কর্মকৌশল নির্ধারণ বিষয়ক কর্মশালা ১৪ জুলাই নাটোর ডোমেইন কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের নাটোর সদর অঞ্চলের,অঞ্চল প্রধান মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি অংশ নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক ও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান।বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়ালি অংশ গ্রহণ করেন টিএমএসএসের পরিচালক মোঃ আবুল বাশার ভূইয়া,হেম অপারেশন এন্ড আটি পরিচালক মোঃ মাহাবুবর রহমান ও পরিচালক অপারেশন এন্ড ডেভেলপমেন্ট মোঃ রেজাউল করিম প্রমুখ।অনুষ্ঠানের সভাপতি নাটোর সদর অঞ্চল প্রধান মোঃ আতিকুর রহমান নাটোর অঞ্চলের মাঠ পর্যায়ের কার্যঅগ্রগতি,কর্মকৌশল নির্ধারণ বিষয় ও কর্মী উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেন।প্রধান অতিথি সেক্টর প্রধান মোঃ সোহরাব আলী খান টিএমএসএসের পক্ষ থেকে উপস্থিত সকল মাঠ কর্মী ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।তিনি নাটোর সদর অঞ্চলের স্টাফ উন্নয়ন,কার্য অগ্রগতি পর্যালোচনা ও কর্মকৌশল প্রনয়নের পাশাপাশি নতুন,নতুন কর্ম পরিকল্পনা নির্ধারন করতে মাঠ কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি ২০২৩ ও ২০২৪ অর্থ বছরের পরিকল্পনা প্রনয়ণ ও টার্গেট পূরণ করতে মাঠ কর্মী ও কর্মকর্তাদের প্রতি আহবান জানান।বিশেষ অতিথি মোঃ আবুল বাশার ভূইয়া কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন তৃণমূল থেকে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে।অপর বিশেষ অতিথি মোঃ মাহবুবুর রহমান উপস্থিত কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।সারা দিন ব্যাপী কর্মশালায় সংস্থার নাটোর অঞ্চলের মাঠ পর্যায়ের নানা কর্মসূচি ও মাঠ কর্মীদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন নাটোর ডোমেইন প্রধান মোঃ শাহীন মিয়া।কর্মশালায় অন্যদের মধ্যে নাটোর জোন প্রধান এ এস এম আরিফুল বাশার,উপপরিচালক টিএফআর মোঃ মাহাবুবুল হাসান,নাটোর ডোমেইন কার্যালয়ের সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক,উপনির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ আল মেহেদী পারভেজ ও এইচআরএম অফিসার মোঃ আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।কর্মশালায় মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন,নতুন প্রকল্প চিহ্নিত করে ঋণ বিতরণ ও ঋণের ঝুঁকি মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি ২০২৩ ও ২০২৪ অর্থ বছরের কর্মসূচির পরিকল্পনা প্রনয়ণ বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।কর্মশালায় নাটোর সদর অঞ্চলের সকল শাখার ৩০ জন মাঠ কর্মী অংশ নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *