Padma Jamuna News Agency

বগুড়ার চরাঞ্চলে”High Value Crop Production & Market Development”প্রকল্পের চুক্তি স্বাক্ষর।

এম এ খালেক খান :
ব্র্যাক ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তায় দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও গ্রাম উন্নয়ন কর্ম গাক কর্তৃক প্রস্তাবিত বগুড়া জেলার চরাঞ্চলে”High Value Crop Production & Market Development” প্রকল্পের আনুষ্ঠানিক চুক্তি ৯ জুলাই তারিখে ব্র্যাক ব্যাংক লিমিটেডের ঢাকা অফিসে স্বাক্ষরিত হয়।অনুষ্ঠানে গাক এর  পক্ষে চুক্তি স্বাক্ষর করেন গাকে এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ডঃ খন্দকার আলমগীর হোসেন ও ব্র্যাক ব্যাংকের পক্ষে ডিএমডি এন্ড চিপ অপারেটিং অফিসার মোঃ সাব্বির হোসাইন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাংকিং ডিভিশনের হেড অব এমএফআই এন্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায় ও হেড অব কমিউনিকেশনস মোঃ একরাম কবির এবং গাক এর সিনিয়র পরিচালক ডঃ মোঃ মাহবুব আলম ও পরিচালক স্যোসাল মোঃ রাশিদুল ইসলাম।প্রকল্পের আওতায় বগুড়া জেলার চরাঞ্চলের বিভিন্ন এলাকায় উন্নত প্রযুক্তি ও আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে ভুট্টা,মরিচ,পাট ও সরিষার উৎপাদন বৃদ্ধি,চাষ সম্প্রসারণ এবং বাজার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করা।এ সময় গাক ও ব্রাক ব্যাংকের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *