Padma Jamuna News Agency

বগুড়ায় টিএমএসএসের নির্বাহী পরিচালকের সাথে খালেক খানের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি :

উত্তর জনপদ বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন, নারী উন্নয়নের অগ্রদূত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক,টিএমএসএস মেডিক্যাল কলেজের চেয়ারপার্সন,পুন্ড্র বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক প্রফেসর ডঃ হোসনে আরা বেগম এর সাথে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি,দুবলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান খান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট প্রতিনিধি আব্দুল খালেক খান সম্প্রতি বগুড়ার ফাউন্ডেশন অফিস কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।মতবিনিময়ে টিএমএসএসের নাটোর ডোমেইনের আওতাধীন পরিচালিত পাবনার বিভিন্ন  অঞ্চলের মাঠ পর্যায়ের কার্যক্রমের উপর পর্যালোচনা অনুষ্ঠিত হয়।এ সময় সংস্থার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী প্রফেসর ডঃ হোসনে আরা বেগম।তিনি বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানের সামাজিক ও মানবিক কার্যক্রম দেশের প্রত্যাঞ্চলের বেশী বেশী মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।এ সময় আলোচনায় অংশ নেয় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট ভিডিপি সেবা পদক প্রাপ্ত সাবেক পরিচালক ও টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট প্রতিনিধি আঃ খালেক খান।নির্বাহী পরিচালক তাঁর আলোচনায় এ প্রতিষ্ঠানে কর্মরর্তাদের যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহবান জানানোর পাশাপাশি সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।আঃ খালেক খান জানান আমার উপর টিএমএসএস কর্তৃপক্ষ যে দায়িত্ব অর্পন করেছে আমি তা যথাযথ পালন করার চেষ্টা করছি।আলোচনা শেষে তিনি পাবনার বিভিন্ন অঞ্চলের টিএমএসএসের বিভিন্ন শাখার কর্মকান্ডের সরেজমিন পরিদর্শন সংক্রান্ত রিপোর্ট ও সংস্থার কার্যক্রমের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ পত্রের কাটিং নির্বাহী পরিচালকের কাছে হস্তান্তর করা হয়।এ সময় টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম, টিএমএসএসের পাবনা অঞ্চলের মাঠ পর্যায়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় টিএমএসএসের সহকারী পরিচালক মোঃ সাজ্জাদুল বারী সুমন,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান ও মোঃ রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *