Padma Jamuna News Agency

বগুড়ায় পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় অনুষ্ঠিত

বগুড়ায় পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় অনুষ্ঠিত

এম এ খালেক খান :

বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের পথিকৃত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী, মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০ জুলাই বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন ও স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোঃ মোজাফফর হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর হোসনে-আরা বেগম।বিশেষ অতিথির বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ও টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান,সাধারণ সম্পাদক এএইচএম গোলাম রসুল খান ও ট্রেজারার জাহেদুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর প্রফেসর ডক্টর মোহাঃ হাছানাত আলী,সদস্য মনিরুল মাহতাব তমাল তরু ও টিএমএসএসের হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগম প্রমুখ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর মোঃ সুজন শাহ-ই-ফজলুল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর মোঃ আলাউদ্দিন,বিওটি সচিব মোঃ খোরশেদ আলম ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রমুখ।অনুষ্ঠানের বিভিন্ন পর্বে টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,টিএমএসএস শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী,পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,শিক্ষক,শিক্ষার্থী অভিভাবক,নানা শ্রেণী পেশার মানুষ,এনজিও কর্মী,এলাকার গন্যমান্য ব্যক্তি,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।বহু দর্শক অনুষ্ঠান শান্তিপূর্ণ ভাবে উপভোগ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *