Thursday, November 30, 2023
Homeজাতীয়হবিগঞ্জে মহিলা দলের সভাপতি-সম্পাদক গ্রেফতার

হবিগঞ্জে মহিলা দলের সভাপতি-সম্পাদক গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে মহিলা দলের সভাপতি-সম্পাদক গ্রেফতার , হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ফাতেমা আক্তার ও সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বাইপাস সড়কের বাস স্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এছাড়াও জেলা মহিলা দলের সদস্য সুমা আক্তারকেও আটক করেছে পুলিশ।
জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শিমু চৌধুরী বলেন, ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে দলের শান্তিপূর্ণ কর্মসূচি থেকে পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন- বিএনপির ঘোষিত অবরোধ কর্মসূচির নামে ওই তিনজন শহরের বাস টার্মিনাল এলাকায় নাশকতার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের নামে একাধিক মামলা রয়েছে।
RELATED ARTICLES
Continue to the category

Most Popular