হবিগঞ্জ প্রতিনিধিঃ- হবিগঞ্জের মাধবপুরে নাবা বহুমুখী এগ্রোফার্ম কর্তৃকআয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয়ী হয়েছেন ধর্মঘর ফুটবল একাদশ।
শনিবার (৪ নভেম্বর ) বিকেলে উপজেলার ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজবাহুল বর পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় নোয়াপাড়া চা বাগান ফুটবল একাদশকে ৩-০ গোলো পরাজিত করে বিজয়ী হয় ধর্মঘর ফুটবল একাদশ।
এর আগে বিকেল সাড়ে ৩টায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন-ধর্মঘর ইউনিয়নের সাবেক ফুটবলার প্রাক্তন ইউপি সদস্য আব্দুস সাত্তার ও অবসরপ্রাপ্ত শিক্ষক গেদু মিয়া।
খেলা সার্বিক পরিচালনায় ছিলেন, সাবেক ফুটবলার মোঃ ইউনুস আলী, লিপু মিয়া, সেলিম মিয়া ও শাহ আলম।
এ’সময় উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন- নাবা বহুমুখী এগ্রোফার্ম এর স্বত্বাধিকারী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার পোস্টমাস্টার মোঃ সফিউল বর খোকন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ কাওছার আহমেদ।ধর্মঘর ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ সফিকুল ইসলাম হারুন, বাজার কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়ব আলী, ইউপি সদস্য ইয়াজ উদ্দিন, সাংবাদিক নুরুল হক সোহেলসহ নাজমুল হাসান প্রমুখ।
হবিগঞ্জে নাবা বহুমুখী এগ্রোফার্ম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
RELATED ARTICLES
Continue to the category