Tuesday, February 27, 2024
Homeদেশ-জুড়েহবিগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

হবিগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

হবিগঞ্জ  প্রতিনিধিঃ- হবিগঞ্জের মাধবপুরে ইয়াং ব্রাদার্স মালঞ্চপুর কর্তৃক আয়োজিত এলইডি টেলিভিশন নাইট শর্টক্রিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর ) রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর  খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশ নেয় খলিল নাইট রাইডার্স ক্রিকেট একাদশ বনাম রুহান ডমিনেটরস ক্রিকেট একাদশ। রাত সাড়ে ৮টায় শুরু হয় খেলা। টসে জিতে রুহান ডমিনেটরস ক্রিকেট একাদশ নামক দলটি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। পরে খলিল নাইট রাইডার্স ক্রিকেট একাদশ ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভার খেলে রুহান ডমিনেটরস ক্রিকেট একাদশকে জয়ের জন্য ৫৯ রানের টার্গেট দেয় ছয় উইকেটে। পরে  ৯ ওভার ৪ বল খেলে পাঁচ উইকেট হারিয়ে ৫৯ রান তুলে বিজয়ী হন রুহান ডমিনেটরস ক্রিকেট একাদশ।
মো.ওসমান গনির সঞ্চালনায় আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন মো.মোরশেদুল আলম ও শাহাদাত হোসেন লিটন। প্রতিটি ম্যাচ বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।
খেলা শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও ব্যবসায়ী আহসান হাবীব খুররম।
এতে প্রধান অতিথি ছিলেন আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট দলের সংসদ সদস্য প্রার্থী মোঃ শাহিনুর রহমান শাহিন।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট দলের সংসদ সদস্য প্রার্থী মোঃ রাশেদুল ইসলাম খোকন। মালঞ্চপুর গ্রামের খেলাপ্রেমীক মোঃ আতিকুল ইসলাম শামীম ও বিল্লাল হোসেন প্রমুখ।
এছাড়া আয়োজক কমিটির আহ্বায়ক মো. শাফায়েত মাহমুদ রাফাত, যুগ্ন আহ্বায়ক তানভীর রুহান, তারিকুল ইসলাম শুভ, মোহাম্মদ খলিলসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES
Continue to the category

Most Popular