Tuesday, February 27, 2024
Homeদেশ-জুড়েসাংবাদিক নাইমের মাতৃবিয়োগ

সাংবাদিক নাইমের মাতৃবিয়োগ

শেখ সাইদ আহমেদ সাবাব,শেরপুর জেলা প্রতিনিধি :
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির শেরপুর জেলা প্রতিনিধি ও
শেরপুর প্রেসক্লাবের সদস্য মো. নাইম ইসলামের মাতা মোছা. নুরুন্নাহার বেগম
(৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শেরপুর জেলা হাসপাতালে
নেওয়ার পথে তার মৃত্যু হয়।  (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মরহুমার জানাজার নামাজ আগামীকাল (শনিবার) সকাল সাড়ে ৯ টায় স্থানীয়
যোগিনীমোড়া ফসিউল উলুম দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

পরিবার জানায়, সম্প্রতি শেরপুরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের
পর তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা
হয়। সেখানে সিসিইউতে চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তাকে বাড়িতে আনার পর
শুক্রবার  বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে জেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যু কালে তিনি
স্বামী ও দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার এই অকাল মৃত্যুতে শেরপুর প্রেসক্লাব, সৃষ্টি হিউম্যান রাইটস
সোস্যাইটি, সবুজ আন্দোলন, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব, অনলাইন
জার্নালিস্ট ফোরাম, শেরপুর রিপোর্টার্স ইউনিটি, শেরপুর গ্রেজুয়েট ক্লাব
ও প্রিয় শিক্ষালয় পরিবারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সেচ্ছাসেবী
সংগঠন শোক প্রকাশ করেছেন।

RELATED ARTICLES
Continue to the category

Most Popular