Saturday, April 13, 2024
Homeজাতীয়শেরপুরের সুগন্ধি চাল বিদেশে রপ্তানীর দাবীতে আন্দোলনে যাচ্ছে ব্যবসায়ীরা

শেরপুরের সুগন্ধি চাল বিদেশে রপ্তানীর দাবীতে আন্দোলনে যাচ্ছে ব্যবসায়ীরা

শেরপুর জেলা প্রতিনিধি  :
শেরপুরের সুগন্ধি চাল (তুলশিমালা) বিদেশে রপ্তানীর দাবীতে আন্দোলনে যাচ্ছে ব্যবসায়ীরা। আগামী ৩ মার্চ এ দাবিতে জেলা প্রশাসকের স্মারক লিপি প্রদান করবে শেরপুর জেলা আতব চাউল ক্রাশিং ব্যবসায়ী সমিতি।
আজ দুপুরে শেরপুর পৌর টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন শেরপুর জেলা আতব চাউল ক্রাশিং ব্যবসায়ী সমিতি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর জেলা আতব চাউল ক্রাশিং ব্যবসায়ী সমিতির সভাপতি বিনয় কুমার সাহা, সহ-সভাপতি আব্দুল হান্নান, সদস্যদের মধ্যে আলহাজ্ব দুলাল মিয়া, সুরেশ চন্দ্র দাস, এনামুল হক বকুল প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, শেরপুর জেলা সুগন্ধি চালের জন্য বিখ্যাত। ইতিমধ্যে শেরপুরের এই সুগন্ধি চাল (তুলশীমালা) ভৌগোলিক নির্দেশক তালিকায় (জিআই) পণ্যের স্থান পেয়েছে। অথচ এই সুগন্ধি চাল ব্যবসায়ীরা তাদের উৎপাদিত চাল ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছে না।
ক্রেতার অভাবে পুরাতন প্রতিমণ তুলশীমালা চাল ৪ হাজার ৮ শত টাকার স্থলে ৩ হাজার ২ শত টাকায় এবং চিনিগুড়া চাল ৪ হাজার টাকার স্থলে ২ হাজার ২শত টাকায় বিক্রি করতে হচ্ছে। তার পরেও বাজারে সুগন্ধি চালের চাহিদা নেই। এতে আতপ চাউল ব্যবসায়ীরা নি:শ্ব হয়ে যাচ্ছে।
RELATED ARTICLES
Continue to the category

Most Popular