Thursday, November 30, 2023
Homeদেশ-জুড়েরাণীশংকৈলে হাল চাষ করার সময় ট্রাক্টরের ফালসেটে ঢুকে চালকের মর্মান্তিক মৃত্যু

রাণীশংকৈলে হাল চাষ করার সময় ট্রাক্টরের ফালসেটে ঢুকে চালকের মর্মান্তিক মৃত্যু

মাহাবুব আলম,রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ট্রাক্টর দিয়ে হাল চাষ করার সময় ট্রাকটরের নিচে পড়ে গিয়ে তাজু ইসলাম (১৫) নামে চালকের মার্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার (১১নভেম্বর) বিকালে উপজেলার নেকমরদ ইউনিয়নের চন্দন চহট ভাবকী নামক এলাকায় এই ঘটনা ঘটে।নিহত চালক তাজুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশুয়া বাদামবাড়ী এলাকার আব্বাস আলীর ছেলে।
স্হানীয় ও বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শফিউল্লাহ বসু মিয়া সূত্রে জানা যায়,তাজু আজ সকাল থেকে চন্দন চহট ভাবকী এলাকার খলিলুর রহমানের ছেলে হারুনের ট্রাক্টরটি চালাচ্ছিল। হাল চাষ করার সময় কোন এক সময় নিজেই ট্রাক্টরের নিচে পড়ে যায় সে। এতে ফালসেটে ঢুকে তার মর্মান্তিক হয়। পড়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে রাণীশংকৈল থানা পুলিশকে খবর দেয়।
থানা অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন।
RELATED ARTICLES
Continue to the category

Most Popular