Thursday, November 30, 2023
Homeজাতীয়রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মাহাবুব আলম, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে কানাই চন্দ্র (৪০) নামে এক গরু ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন।সোমবার (১৩ অক্টোবর)সন্ধ্যায়  উপজেলার ভন্ডগ্রাম-পশ্চিম বনগাঁও সড়কের কালিমন্দিন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। কানাই উপজেলার নেকমরদ আলশিয়া গ্রামের ধীরেন চন্দ্র সরকারের ছেলে।
রাণীশংকৈল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম ইকবাল জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে জানতে পারি মোটরসাইকেল আরোহী কানাই সরকার ভন্ডগ্রাম কালি মন্দির নামক স্থানে অপরদিক থেকে আসা একটি মালবাহী ট্রাককে অতিক্রম করতে গেলে ট্রাকের সাথে সংঘর্ষ লেগে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে রাস্তায় পড়ে যায়।
সাথে সাথে আমরা কানাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, এনিয়ে সড়ক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
RELATED ARTICLES
Continue to the category

Most Popular