Friday, December 1, 2023
Homeদেশ-জুড়েরাজশাহীর বাগমারায় আনসার ভিডিপির মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত 

রাজশাহীর বাগমারায় আনসার ভিডিপির মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত 

রাজশাহীর বাগমারায় আনসার ভিডিপির মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত

এম এ খালেক পিভিএম : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জ কর্তৃক আয়োজিত রাজশাহী জেলার বাগমারা উপজেলায় ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে ৩০ অক্টোবর এ মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শান্তি-শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এ শ্লোগান কে সামনে রেখে বাগমারা উপজেলার নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক  কামরুন নাহার বিএএমএস, পিভিএম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম। উপমহাপরিচালক কামরুন নাহার বলেন, তৃণমূল সংগঠনের সদস্যদের জন্য বাহিনী কর্তৃক আজকের এ আয়োজনটি সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার। তিনি চিকিৎসা গ্রহণে আগত সদস্যদের ধৈর্য ধারণ করে চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য সকলের প্রতি আহবান জানান। মেডিকেল ক্যাম্পেইনের অনুষ্ঠান শেষে স্টল পরিদর্শন করেন রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক কামরুন নাহার, জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ান প্রমুখ।এ সময় অন্যদের মধ্যে বাগমারা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ নার্গিস আক্তার,উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কোম্পানি কমান্ডার, মোঃ মামুনুর রশিদ, সহকারি মহিলা কোম্পানী কমান্ডার মোছাঃ আনজু, সহকারি মহিলা কোম্পানি কমান্ডার, শ্রী চিত্রা রানী, ১৩ নং গোয়ালকান্দী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মোঃ শাহাদত হোসেন, ইউনিয়ন আনসার প্লাটুন  কমান্ডার মোঃ জিয়াউর রহমান, সহকারি ইউনিয়ন আনসার প্লাটুন মোঃ আনোয়ার হোসেন, সহকারি ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মোঃ সোহেল হোসেন,ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার নিরঞ্জন ও ইউনিয়ন দলনেতা দলনেত্রী আনসার ভিডিপি সদস্য সদস্যা উপস্থিত ছিলেন। মেডিক্যাল ক্যাম্পেইনে কয়েক শতাধিক আনসার ভিডিপি সংগঠন ভূক্ত সদস্যদের ফ্রী ঔষধ পত্র ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

 

RELATED ARTICLES
Continue to the category

Most Popular