এম এ খালেক খান :
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক শাখা ব্যবস্থপক সম্মেলন ২৭ অক্টোবর রাজশাহী মহানগরীর রেইনি পার্ক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক এজিএম মোঃ এনামুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকিং কার্যক্রমের উপর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বক্তব্য দেন দেশের স্বনামধন্য ব্যাংকার, স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোসাদ্দেক-উল-আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহীস্থ ১৯ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক মোঃ আব্দুল মজিদ পিএএমএস, ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী জেলার, জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম। সম্মেলনের শুরুতে আঞ্চলিক কর্মকর্তা মোঃ এনামুল হক সবাই কে শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি তার বক্তব্যে রাজশাহী অঞ্চলের কার্যক্রমের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন। সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম, কর্মী ব্যবস্থাপনা বিভাগের এজিএম মোঃ আবুল কালাম আজাদ ও মোহাম্মদ ইস্রাফিল স্টাফ অফিসার টু এমডি। রাজশাহী অঞ্চলের ১৮ টি শাখার সকল শাখা ব্যবস্থাপক ও সকল কর্মকর্তা সম্মেলনে অংশ গ্রহণ করেন। ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথি ২০২২-২৩ অর্থবছরের শাখা ভিত্তিক মূল্যায়ন পর্যালোচনা করেন ও ২০২৩-২৪ অর্থবছরের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের কৌশল নির্ধারণ পূর্বক দেশের টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় ব্যাংকের ভূমিকা তুলে ধরেন। তিনি সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে নিজ নিজ অবস্থান থেকে তা বাস্তবায়নের মাধ্যমে সকল ধরনের ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরামর্শ দেন। বিশেষ অতিথি পরিচালক মোঃ আব্দুল মজিদ বলেন, তৃণমূল সংগঠনের প্রতিষ্ঠিত এ ব্যাংকের কর্মকান্ডকে আরও গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। খেলাপি ও মেয়াদোত্তীর্ণ আদায় জোরদার করতে তিনি কর্মকর্তাদের পরামর্শ দেন। রাজশাহী জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম বলেন ব্যাংকের যে কোন কার্যক্রমে তার সহায়তা অব্যাহত থাকবে। তিনি ব্যাংক কর্মকর্তাদের প্রকৃত ও প্রশিক্ষণ প্রাপ্ত আনসার ভিডিপি সদস্যদের মধ্যে ঋণ বিতরণের পরামর্শ দেন। ব্যাংকের সম্মেলনটি উপস্থাপন করেন বাগমারা শাখার, শাখা ব্যবস্থাপক মোঃ রাশিদুল ইসলাম। সম্মেলনের সার্বিক সহযোগিতা করেন রাজশাহী শাখার, শাখা ব্যবস্থাপক এটিএম মাহবুব ইমাম। সম্মেলনটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়েছে।