এম এ খালেক খান :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস ২৩ অক্টোবর কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার পুজা মন্ডপে আইন-শংখলা রক্ষায় নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের শৃংখলা রক্ষা ও তাদের দায়িত্ব পালন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দায়িত্ব পালনকারী আনসার ভিডিপি সদস্যদের আইন শৃঙ্খলা রক্ষা সহ নানা বিষয়ে খোঁজ-খবর নেন। কর্মক্ষেত্রে সুন্দরভাবে দায়িত্ব পালন করার জন্য তিনি আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিচালক আব্দুস সামাদ প্রতিমা বিসর্জন না হওয়া পর্যন্ত তাদেরকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। রেঞ্জ পরিচালক কুড়িগ্রাম সদরের কালিবাড়ী সার্ব জনীনকেন্দ্রীয় পুজামন্ডপে পৌছালে পুজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যগণ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকেও পরিচালক পুজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কমিটির অন্যান্য সদস্যদেরকে শারদীয়ের শুভেচ্ছা বিনিময় করেন। রেঞ্জ পরিচালকের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুড়িগ্রাম জেলার, জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ ইবনুল হক, রংপুর রেঞ্জের সহকারী পরিচালক আছাদুজ্জামান, সার্কেল অ্যাডজুট্যান্ট মাহবুব উজ জামান ও কুড়িগ্রাম সদর উপজেলা কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন প্রমুখ। এবছর কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় ৫৪৮টি পুজামন্ডপে ১০৫ পিসি, ৫৪৮ জন এপিসি, ১৭৪৯ জন ভিডিপি পুরুষ সদস্য ও ১০৯৬ জন ভিডিপি মহিলা সদস্যা সর্বমোট ৩৪৯৮ জন আনসার ও ভিডিপি সদস্য পুজা মন্ডপে আইন-শৃংখলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছে। পুজামন্ডপ পরিদর্শন শেষে রংপুর রেঞ্জ পরিচালক কুড়িগ্রাম জেলা আনসার ভিডিপি কার্যালয়ে চলমান ৪র্থ ধাপ অস্ত্রসহ ভিডিপি মৌলিক ও বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রশিক্ষণলব্দ ঞ্জান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের আথসামাজিক উন্নয়ন ও অন্যদের সহযোগিতা করা সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময়ও করেন। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি।