২১ নভেম্বর ২০২৩, মাশুমদিয়া, পাবনা :: আগামিকাল ভবানীপুর সার্বজনীন দুর্গামন্দিরে মহাপ্রভু’র ভোগ অনুষ্ঠান। ১৯৩৭ খ্রি: প্রতিষ্ঠিত ভবানীপুর সার্বজনীন দুর্গামন্দিরে প্রতি বছরের ন্যায় এ বছর মহাপ্রভু’র ভোগ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
ভবানীপুর সার্বজনীন দুর্গামন্দিরে সভাপতি ও আমিনপুর থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সর্বজন শ্রদ্ধয় শিক্ষক জনাব বাবু অনিল কুমার সাহা’র সার্বিক ব্যবস্থাপনায় ১ মাস ব্যাপি প্রভাত ফেরী ও পার্থনা শেষে আগামিকাল মহাপ্রভু’র ভোগ অনুষ্ঠান। প্রতি দিন প্রভাত ফেরিতে শ্যাম্ল কুমার সাহা