Thursday, November 30, 2023
Homeজাতীয়রাজশাহীতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

রাজশাহীতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

এম এ খালেক খান :
রাজশাহীতে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টোমার সার্ভিসেস ডিপার্টমেন্টের উদ্যোগে ও ইস্টার্ন ব্যাংক পিএলসি এর সহযোগিতায় আর্থিক সুরক্ষা বিষয়ে সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীর টাউন হলের গ্র্যান্ড রিভারভিউ হোটেলে ৪ নভেম্বর এ মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে রাজশাহী অঞ্চলের সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগন ও গ্রাহকরা অংশ নেয়। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্যাংকের আর্থিক সুরক্ষা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মোঃ নাছের। সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক  কাজী রফিকুল হাসান, বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ আলী আকবর ফরাজী ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক  নিরঞ্জন চন্দ্র দেবনাথ।
সেমিনারে অন্যদের মধ্যে ইবিএল পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পরিচালক- এফআইসিএসডি আবু হেনা হুমায়ুন কবীর। প্রধান অতিথি বলেন দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমার আপনার সকলের। সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে ব্যাংকিং সেবা সহজতর করা,  তথ্য অধিকার আইন-২০১৯ এর আওতায় জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকল্পে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। বক্তারা সকল‌কে নিজ নিজ অবস্থান থে‌কে তা বাস্তবায়‌নের মাধ‌্যমে সকল সেবা ও তথ‌্য জনগ‌ণের দোর‌ গোড়ায় পৌঁছে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেমিনারে অন্যদের মধ্যে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তা মোঃ এনামুল হক,শাখা ব্যবস্থাপক এটিএম মাহবুব ইমাম, নানা শ্রেণি পেশার মানুষ, ব্যবসায়ী, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES
Continue to the category

Most Popular