Wednesday, February 28, 2024
Homeদেশ-জুড়েবগুড়ায় টিএমএসএস মেডিক্যাল কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ায় টিএমএসএস মেডিক্যাল কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ায় টিএমএসএস মেডিক্যাল কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত
এম এ খালেক খান :
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, প্রঞ্জাবান, বর্তমান যুগের অহংকার, বহুপ্রতিভার অধিকারী, দেশে শিক্ষা সম্প্রসারণের কিংবদন্তির নায়ক, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক  অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা  টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক  আয়োজিত বার্ষিক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভাটি ২২ নভেম্বর বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লা কমিউনিটি হাসপাতালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি বলেন টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড সারা দেশ ব্যাপী পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেন টিএমএসএস লাভের আশায় নহে সেবার মানসিকতা নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের যার যার অবস্থান থেকে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি টিএমএসএসের সামাজিক ও মানবিক কর্মকান্ডগুলো দেশের বিভিন্ন এলাকার অবহেলিত ও সমাজবঞ্চিত জনগোষ্ঠির মধ্যে পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন তৃণমূলের ব্যাপক জনগণের কাছে টিএমএসএসের সামাজিক সেবা মূলক কার্যক্রম পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন টিএমএসএস দেশের সমাজ পরিবর্তন ও মানবিক সেবায় অবদান রাখায় সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের চিকিৎসা শিক্ষা-১ ডোমেইনের, ডোমেইন প্রধান অধ্যাপক ডাঃ মোঃ অনূপ রহমান চৌধুরী, টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, টিপিএসসির চেয়ারম্যান আয়শা বেগম ও টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রমুখ বক্তব্য দেন। মতবিনিময় সভায় টিএমএসএসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, নানা শ্রেণির মানুষ, এনজিও কর্মী, বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES
Continue to the category

Most Popular