বিশেষ প্রতিনিধি :
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, প্রঞ্জাবান, বিশিষ্ট সমাজ সেবক, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, বর্তমান যুগের অহংকার ও বহু প্রতিভার অধিকারী অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত টিএমএসএস মেডিকেল কলেজের ক্যান্সার সেন্টারে ব্লাড ক্যান্সারের বিশ্বমানের চিকিৎসা প্রদান ও বোন মেরো ট্র্যান্সপ্লান্ট বিভাগ স্থাপনে দেশের বিভিন্ন বিশেষজ্ঞদের অংশ গ্রহনে বুধবার সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লা কমিউনিটি হাসপাতালের অধ্যাপক ডাঃ একেএম মাসুদুর রহমান হলের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচনার মাধ্যমে মূল বক্তব্য উপস্থাপন করেন ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালের প্যাথলজি বিভাগের অধ্যাপক সুমিত গুজরাল।“লিস্ফোমা ফর ক্লিনিশিয়াল” উপস্থাপনা করেন অধ্যাপক সুমিত গুজরাল। বাংলাদেশে বোন মেরো ট্র্যান্সপ্লান্ট ও টিএমএসএস প্রতিষ্ঠানদ্বয়ের সাথে কিভাবে শুরু করতে পারে”বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ঢাকার এভার কেয়ার হাসপাতালের হেমাটোলজি বিভাগের সমন্বয়কারী ও সিনিয়র কলসালট্যান্ট ডাঃ আবু জাফর মোহাম্মদ সালেহ। সেমিনারে চেয়ারপার্সন হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মতিউর রহমান অন্য বিশেষজ্ঞ ডাক্তারগণ। পরে বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সদস্যরা টিএমএসএস মেডিকেল কলেজের ক্যান্সার সেন্টার পরিদর্শন করে সম্ভাবনা ও সম্ভাবতা যাচাই করে সন্তোষ প্রকাশ করেন। রক্তরোগ ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ খাজা আমিরুল ইসলামের তও্বাবধানে টিএমএসএস ক্যান্সার সেন্টারে হেমটোলজি বিভাগে ব্লাড ক্যান্সার চিকিৎসা পরিচালিত হচ্ছে। এ কলেজে বোন মেরো ট্যান্সপ্লান্ট বিভাগ স্থাপন ও ব্লাড ক্যান্সার নির্ণয়ে সর্বাধুনিক পরীক্ষা চালুর বিষয়ে টাটা মেমোরিয়াল সেন্টার ও এভার কেয়ার হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষরের প্রসঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকগন আলোচনায় বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন। সেমিনারে মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, টিএমএসএস পরিচালিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, নানা শ্রেণির মানুষ, এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগন অংশ গ্রহন করেন। সেমিনারটি সঞ্চালনা করেন রক্তরোগ ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ খাজা আমিরুল ইসলাম।