Wednesday, February 28, 2024
Homeদেশ-জুড়েবগুড়ায় টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ কমিটির সভা অনুষ্ঠিত 

বগুড়ায় টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ কমিটির সভা অনুষ্ঠিত 

এম এ খালেক খান :
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরির্বতন ও নারী জাগরণের পথিকৃৎ, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, দেশে শিক্ষা সম্প্রসারণের কিংবদন্তির নায়ক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, বগুড়া জেলার অহংকার অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টর এর আওতাধীন পরিচালিত প্রোগ্রাম ডোমেইন-৬ নিয়ন্ত্রনাধীন টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজের ১০ম ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি সকাল ১১ টায় বগুড়া সদরের ঠেঙামারা ইঞ্জিনিয়ারিং কলেজ লাইব্রেরি ভবনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় টিএমএসএসের নির্বাহী পরিচালক এর প্রতিনিধি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর ২ জন প্রতিনিধি প্রফেসর ডক্টর সৈয়দ মোস্তাফিজুর রহমান ও প্রফেসর ডক্টর মিজানুর রহমান ও টিএমএসএস ট্রেনিং এন্ড এডুকেশন সেক্টরের চিফ ফয়জুন নাহার প্রমুখ । সভায় কলেজের সার্বিক বিষয়ে ফলপ্রসু আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়।
RELATED ARTICLES
Continue to the category

Most Popular