এম এ খালেক খান : বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের পথিকৃৎ, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজ সেবক, প্রঞ্জাবান, বর্তমান যুগের অহংকার অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত টিএমএসএসের নিজস্ব জমির উপর কাঁচা তরকারির আড়ৎ উদ্বোধন করা হয়েছে। টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম ৩০ অক্টোবর এ কাঁচা তরকারির আড়ৎ আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ আড়ৎ উত্তরাঞ্চলের কেন্দ্রস্থল বগুড়ার প্রাচীন পুণ্ড্রনগর মহাস্থান কাঁচামালের পাইকারি বাজারের জন্য প্রসিদ্ধ। আধ্যাত্মিক ওলী, কামেল, সুলতান, বলখী ও মাহী সাওয়ার মাজারের অতি নিকটে টিএমএসএস পরিচালিত নিজস্ব জমির উপর আড়তে প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা কাঁচা তরিতরকারি,শাক-সবজি বিক্রয় সুবিধা পাওয়ার জন্য এ আড়ৎ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম বলেন, তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি সারা দেশে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি আরো বলেন, টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মনোভাব নিয়েই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা অব্যাহত রেখেছে। তিনি বলেন টিএমএসএসের মানবিক কর্মকান্ড গুলি দেশের অনেক মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, এ কাঁচা তরকারির আড়ৎ টিএমএসএসের একটি মানবিক সহায়তা কেন্দ্র। অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম বলেন এ আড়তের মাধ্যমে বগুড়া সহ বিভিন্ন জেলার সবজি উৎপাদনকারীগন সহায়তা পাওয়ার নিমিত্তে আড়ৎ চালু করা হলো। স্থানীয় সবজি প্রোপাইটার মোঃ নুরুল ইসলামকে সর্বত্র সহযোগিতা দিবে, এই ঘোষণা দিয়ে টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসেনে-আরা বেগম আড়তের প্রোপ্রাইটারের পিতা মোঃ আফজাল হোসেন ফকিরের উপস্থিতিতে ফিতা কেটে আড়তের কার্যক্রম শুরু করেন। উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, বিভিন্ন ব্যবসায়ী, সবজি উৎপাদনকারী, এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও কর্মী, এলাকার নারী, পুরুষ, এনজিও কর্মকর্তা, টিএমএসএসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।