বগুড়ায় দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক ও সোনালী ব্যাংক পিএলসি এর মধ্যে এনজিও লিংকেজের আওতায় কৃষিঋণ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি কৃষক ও এনজিও সদস্যদের মাঝে কৃষিঋণ সেবা প্রদানের মাধ্যমে কৃষি কর্মকান্ড সম্প্রসারণ ও বহুমুখী ফসল উৎপাদনের মাধ্যমে আয় বৃদ্ধি ও জীবন মান উন্নয়নে এই ঋণ বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সোনালী ব্যাংক পিএলসি এর মধ্যে এনজিও লিংকেজের আওতায় কৃষিঋণ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি কৃষক ও এনজিও সদস্যদের মাঝে কৃষিঋণ সেবা প্রদানের মাধ্যমে কৃষি কর্মকান্ড সম্প্রসারণ ও বহুমুখী ফসল উৎপাদনের মাধ্যমে আয় বৃদ্ধি ও জীবন মান উন্নয়নে এই ঋণ বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সোনালী ব্যাংক পিএলসি বগুড়া কর্পোরেট শাখার প্রিন্সিপাল অফিসার মাহফুজা খাতুন এর সঞ্চালনায় ১নভেম্বর এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সোনালী ব্যাংকবিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সুবিধা ভোগী সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় এনজিও প্রতিনিধি, ব্যবসায়ীগন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।